Posts

এই বিজয় উৎসব সঙ্কীর্ণতার

আলোকোজ্জ্বল, বর্ণোজ্বল, দীর্ঘ উৎসবটি শেষ হয়ে গেলো। লোকাচার মতে সকলকে শুভেচ্ছা জানানোর রীতিটি সুন্দর।মন খারাপ ও আনন্দের। মানুষের বৃহৎ আনন্দের গণ-উৎসবগুলি মূলত ধর্মীয় । ফলত সাম্প্রদায়িক। হিন্দুধর্ম তার নিজের ভেতরে সাম্প্রদায়িক। ফলত আরও সাম্পদায়িক। এই বিজয় উৎসব সঙ্কীর্ণতার । ব্রাহ্মন্যবাদের সংরক্ষণের। রেসিস্ট কাহিনী-গাথার। অনার্যকে হত্যা করার, অন্ত্যজকে হত্যা করার আনন্দ-উৎসব। পুরাণ থেকে লোকাচার পর্যন্ত যথেষ্ট অদল বদলেও এর কোনও পরিবর্তন আসেনি। বাংলার দুর্গাকে মাছ, পাঁঠা আমিষ খাও য়াতে পারলেও, হুদুরদুর্গার হাহাকার কেউ কোনও দিন গ্রাহ্য করেননি। তার বুকে ত্রিশূল ছুঁইয়ে রক্তপ্রবাহকে অনর্গল করে রাখা হয়েছে। তাদেরই কোন কোন উত্তর-বংশকে মজুর খাটিয়ে, তাদেরই ঘাড়ে চেপে এই রক্তাক্ত হুদুরদুর্গা ভুয়ো 'আর্য'দের বাড়ি পুজো পেতে আসেন। তিনি অশুভ শক্তির প্রতীক। আর্যা তাকে হত্যা করায় পূজিত হতে পারছেন।আর্যার হাতে মুক্তি। এই আর্যা-নারীর পুজোয় নারীরা ব্রাত্য থেকেছেন। থাকেন। অন্ত্যজ, অব্রাহ্মণ ও নারীদের পৌরোহিত্যের অধিকার নেই। অন্ত্যজদের অধিকার আছে কায়িক শ্রমে। নারীদের জোগাড় সম্পর্কীয় কাজে।

আঙ্কেল, এ শরবতে বিষ নাহি আছে

রাত পোয়ালেই পুরুষ'রা সিঁদুর খেলুন। টক্সিক lead tetroxide এ নিজের বৌ, অন্যের বৌ এর কেশ-ত্বক বিলা না করে নিজের ভুঁড়ি, সিক্স প্যাক, ঊর্ধ্বাঙ্গ, নিম্নাঙ্গ সবেতে লেপন করুন। মেয়েদের খোলা-পিঠের সিঁদুর মাখা ছবি তুলতে হুমদো-পানা লেন্স বাগানো এই ডিজিটাল-কালে সাড়ে-কয়েকশো গুণ বেড়েছে। তাই ছেলেদের ও খেলা জায়েজ হোক। তারপর চাইলে সারা বচ্ছর সিঁথি কেটে চড়াতে থাকুন। নয়ত 'চাড্ডি' - মতে ছেলে-মেয়েরা 'রঙ' খেলার শখে খেলতে হলে হার্বাল বা বাড়ির-তৈরি সিঁদুর কিনুন। চাড্ডিরা বলছেন 'mixing turmeric-lime and the metal mercury' ইজ ভেরী উপকারী। ইট অলসো অ্যাক্টিভেটস সেক্সুয়াল ড্রাইভ !! হুরিম্মা !! আর 'সেক্স-ড্রাইভ' ই যদি, পুরুষ এর দল জাপানী-তেলের বদলে নিজের কপালে-সিঁথেয় না চড়িয়ে বৌ'দের কেন চড়াইয়া থাকেন এ পোস্নে প্রায় পোত্যেকেই - চর গায়া উপার মে… গুট্টু-গুটুর। এই সব পক্ষী-সম আওয়াজ নিক্লাছছেন। আরে 'আঙ্কেল এ শরবতে বিষ নাহি আছে' মুখ করে রঙ খেল্বার ঘোড়া দেখিয়ে পিত্তি-তন্ত ফলাইতে চাইলে রঙ-বর্ষিয়ে খেলিয়ে না। ধম্ম না, নিরপেক্ষ উৎসব
ঈশ্বর কে মারা সহজ, বাবাজী-পয়গম্বর কে  না। ভারত ও বাংলাদেশ তো সেক্যুলার রাষ্ট্র হয়ে জন্মিয়েছিল । নয় কি?